HTML Part 2 । নোটপেড এবং টেক্সট ইডিট এ যেভাবে HTML ব্যাবহার করবেন



নোটপেড এবং টেক্সট ইডিট এ যেভাবে HTML ব্যাবহার করবেনঃ      
আপনারা কেমন আছেন ? আসা করি আপনারা সবাই ভাল আছেন । আমি আপনাদের সাথে এইচটিএমএল  প্রোজেক্ট আকারের পোস্ট এর মাধ্যমে দেখানোর চেস্টা করে যাব যাতে আপনারা খুব সহজে এইচটিএমএল শিখতে পারেন। আসা করি আপনাদের ভাল লাগবে । চলেন শুরু করা যাক  ।  যদি আমার এইচটিএমএল পার্ট ১ না দেখে থাকেন নিচের লিংক থেকে দেখে আসুন ।


What is HTML?



স্টেপ ১। আপনার পছন্দমত যে কোন একটি
নোটপেড ওপেন করুন । আমি নোনটপেড ++ ওপেন করলাম ।

স্টেপ ২। নিচের মত কিছু এইচটিএমএল কোড নোটপেডে লিখুন
<!DOCTYPE html>
<html>
<head>
</head>
<body>
   <h1>My First Heading</h1>

   <p>My first paragraph.</p>

</body>
</html>
স্টেপ ৩। এখন এই পেজটি নিচের নিয়মনুসারে সেভ করুন
এবং ফাইলটির নাম দিবেন index.html লিখে সেভ করুন ।
স্টেপ ৪। আপনার পছন্দমত ব্রাউজারে এই পেজটি ওপেন করুন। দেখুন নিচের পিকচারের মত আসবে ।
এই পোস্ট টি যদি আপনাদের ভাল লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন । আর আমার এই লেখার মধ্যে কোন রকম ভুল থাকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন।

Comments

Popular Posts

নতুন ফেসবুক আইডিতে অটো Friend Request আনবেন। কোন রকম টুলস ছাড়া।

(PC) ফেসবুকের সব Friend request এক ক্লিকে Accept করুন

What is HTML?

how to convert image to text