নোটপেড এবং টেক্সট ইডিট এ যেভাবে HTML ব্যাবহার করবেনঃ
আপনারা কেমন আছেন ? আসা করি আপনারা সবাই ভাল আছেন । আমি আপনাদের সাথে এইচটিএমএল প্রোজেক্ট আকারের পোস্ট এর মাধ্যমে দেখানোর চেস্টা করে যাব যাতে আপনারা খুব সহজে এইচটিএমএল শিখতে পারেন। আসা করি আপনাদের ভাল লাগবে । চলেন শুরু করা যাক । যদি আমার এইচটিএমএল পার্ট ১ না দেখে থাকেন নিচের লিংক থেকে দেখে আসুন ।
What is HTML?
স্টেপ ১। আপনার পছন্দমত যে কোন একটি
নোটপেড ওপেন করুন । আমি নোনটপেড ++ ওপেন করলাম ।
স্টেপ ২। নিচের মত কিছু এইচটিএমএল কোড নোটপেডে লিখুন
<!DOCTYPE html>
<html>
<head>
</head>
<body>
<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>
</body>
</html>
স্টেপ ৩। এখন এই পেজটি নিচের নিয়মনুসারে সেভ করুন
এবং ফাইলটির নাম দিবেন index.html লিখে সেভ করুন ।
স্টেপ ৪। আপনার পছন্দমত ব্রাউজারে এই পেজটি ওপেন করুন। দেখুন নিচের পিকচারের মত আসবে ।
এই পোস্ট টি যদি আপনাদের ভাল লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন । আর আমার এই লেখার মধ্যে কোন রকম ভুল থাকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন।
Comments
Post a Comment