What is HTML?




আপনি কি জানেন কিভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়? ওয়েবসাইট ডিজাইন করতে কি কি লাগে?



 সবার আগে আমাদের HTLM সম্পর্কে জানতে হবে। তারপর আমি ধারাবাহিক ভাবে আপনাদের সব জানাবো । আমি আজ আপনাদের HTML  সম্পর্কে বলব!
HTML শিখা খুব সহজ।  তবে একটু ধর্য্য থাকতে হবে। বর্তমান HTML এর অনেক গুলো ভার্সন আছে। আমি আপনাদের  HTML5 এর সাথে পরিচয় করে দিবো।

What is HTML?
HTML হল স্টান্ডার্ড Language ওয়েব ডিজাইন এর জন্য।
১.HTML এর পূর্ণরূপ হল : Hyper Text Murkub Language
২.HTML এর মার্কাপ ব্যাবহার হয় ওয়েব পেজের গঠন বর্নণা করে
৩.ওয়েব পেজের ব্লকস গুলো HTML ইলেমেন্ট দ্বারা তৈরি করা হয়।
৪. HTML ইলেমেন্ট গুলো ট্যাগ  হিসাবে প্রতিনিধিত্ব করে।
৫. HTML এর Tags, Lavel  কন্টেন এর মধ্যে টুকরো টুকরো হিসাবে কাজ করে যেমন : "Heading", Paragraph", "Table"

নিচে সাধারন HTML এর টেমপ্লেট দেখানো হলো:



টেমপ্লেট এর ব্যাখ্যা :
১।  <!DOCTYPE html>
DOCTYPE এই ট্যাগ দ্বারা বুঝায় এটা  HTML5 ভার্সন  

২. <html>  পেজের মধ্যে মুল উপাদান হিসাবে কাজ করে।

৩.  <head> এই  ট্যাগ মধ্যে  মেটা  Information কন্টেন এর মধ্যে ধারণ করে।
<title> টাইটেল বলতে আমরা কমবেশি সবাই জানি!  এই  টাইটেল ইলিমেন্ট দ্বারা  document কে  নির্দিস্ট করে।  
<body> এই বডি ইলিমেন্ট দ্বারা কন্টেন এর মধ্যে পেজ প্রদর্শন করে।  মানে বডি এর মধ্যে যা কিছু করবো ওয়েব ব্রাউজারে প্রদর্শন করবে।
<h1> ট্যাগ  দ্বারা দিয়ে বাক্যটি কতটা বড় হবে তা বুযায় ।

<p>  ট্যাগ  দ্বারা দিয়ে এক বাক্য থেকে আরেক বাক্যে যাওয়া যায়  ।



HTML TAGS
HTML Tags গুলো এন্গেল ব্রাকেট মধ্যে বেস্টিত থাকে। যেমন :
<tagname>text</tagname>

HTML TAGS সাধারণ <p> এবং  </p> এই ভাবে বসে।
উপরের প্রথম ট্যাগ কে ওপেনিং ট্যাগ বলে এবং শেষের ট্যাগকে ক্লোজিং ট্যাগ বলে।

HTML এর ভার্সন :
HTML    ১৯৯১
HTML 2.0    ১৯৯৫
HTML 3.2    ১৯৯৭
HTML 4.01    ১৯৯৯
XHTML    ২০০০
HTML5    ২০১৪

আমার এই ছোট পোস্ট আপনাদের    কেমন লাগলো অবশ্যেই কমেন্ট করে জানবেন।  আজ এই পর্যন্ত পোস্ট এর আপডেটর  জন্য আমেদের এই গ্রুপে এক্টিব থাকুন।

Comments

Popular Posts

নতুন ফেসবুক আইডিতে অটো Friend Request আনবেন। কোন রকম টুলস ছাড়া।

(PC) ফেসবুকের সব Friend request এক ক্লিকে Accept করুন

জিপি বন্দ্ব সংযোগ চালু করলেই ৩৪ টাকায় ৪ জিবি মেয়াদ ৩০ দিন অথবা ১০ টাকায় ১ জিবি মেয়াদ ৭ দিন! কল রেট ০.৫ পয়সা মিনিট!!