আসসালামু আলাইকুম!
আসা করি আপনারর সবাই ভাল আছেন। আমি আজ আপবাদের সামনে হাজির করব বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং বিকাস নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন বিকাস তাদের একটি মোবাইল অ্যাপ বানিয়েছে। আজ আমি আপনাদের এই অ্যাপের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বলব।
চলেন শুরু করা যাক !!
অ্যাপ সম্পর্কে জানতে হলে তো অ্যাপ টি আগে ডাউনলোড করতে হবে। চলুন নিচের লিংক থেকে ডাউনলোড করে নেই।
ডাউনলোড লিংক
আগে অ্যাপ টির সুবিধা টাই জানা যাক কি বলেন ।
আসা করি আপনারর সবাই ভাল আছেন। আমি আজ আপবাদের সামনে হাজির করব বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ব্যাংকিং বিকাস নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন বিকাস তাদের একটি মোবাইল অ্যাপ বানিয়েছে। আজ আমি আপনাদের এই অ্যাপের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বলব।
চলেন শুরু করা যাক !!
অ্যাপ সম্পর্কে জানতে হলে তো অ্যাপ টি আগে ডাউনলোড করতে হবে। চলুন নিচের লিংক থেকে ডাউনলোড করে নেই।
ডাউনলোড লিংক
আগে অ্যাপ টির সুবিধা টাই জানা যাক কি বলেন ।
রিকুয়েস্ট মানি:
আপনি আপনার পরিবার বা প্রিয়জনকে টাকা পাঠানোর জন্য রিকুয়েস্ট করতে পারবেন। তবে আপনার প্রিয়জনেরও বিকাস অ্যাপ থাকতে হবে।
রেফার এ ফ্রেন্ড :
আপনি অ্যাপ থেকে আপনি আপনার প্রিয়জবকে ইনভাইটাশন লিংক শেয়ার করে বিকাস অ্যাপ ডাউনলোড করার জন্য রেফার করতে পারবেন।
একাউন্ট মেনেজমেন্ট :
হোব স্কিন থেকে বিকাস লোগোতে ক্লিক করে বিকাস মেন্যুতে যান। মেন্যু থেকে স্টেটমেন্ট বাটনে ক্লিক করলে আপনি বিগত ৩০ দিনের লেনদেন দেখতে পারবেন। সেই সাথেই গত মাসের সার সংক্ষেপ দেখে নিতে পারেন।
লিমিট:
হোম স্কিন থেকে বিকাস লোগোতে ক্লিক করে বিকাস মেন্যুতে যান। মেন্যু থেকে লিমিট বাটনে ক্লি করে বিকাসের যাবতীয় লেনদেনের দৈনিক ও মাসিক লিমিট দেখতে পারবেন।
পেমেন্ড রিমাইন্ডার :
আপনি বিভিন্ন সময় ব্যাবহারের জন্য পেমেন্ট রিমাইন্ডার ঠিক করতে পারবেন। নিদির্ষ্ট সময় অ্যাপ আপনাকে নোটওফেকশন পাঠাবে। আপনি সহজেই সেখান থেকে লেনদেন টি পুনরায় সম্পন্ন করতে পারবেন।
ট্যাপ অ্যান্ড হোল্ড করে লেনদেন সম্পন্ন করুন :
পিন দেয়ার পর ট্যাপ অ্যান্ড হোল্ড বাটনে ক্লিক করে কিছুক্ষন ধরে রেখে লেনদেন সম্পন্ন করতে হবে। এসময় আপনি চাইলে আগের স্কিনগুলোতে ফিরে গিয়ে প্রাপকের নাম্বার টাকার পরিমান পরিবর্তন করতে পারবেন।
আপনি কন্ট্যাক্ট নাম্বার থেকে সরাসরি টাকা লেনদেন করতে পারবেন। এতে নাম্বার ভুল হওয়ার সম্ভবনা খুব কম থাকে। আপনি এজেন্ট নাম্বার সংরক্ষন করতে পারবেন। তা আপনি পরবর্তি এই নাম্বার ব্যাবহার করতে পারবেন। আপনি পেমেন্টর ক্ষেত্রেও একই রকম ভাবে ব্যাবহার করতে পারবেন।
QR কোড দিয়ে পেমেন্ট এবং ক্যাশ আউট করতে পারবেন।
QR একটি আধুনিক প্রযুক্তি যা কেনাকাটার পেমেন্ট ও ক্যাশ আউট করেছে আরো সহজ।
১.QR কোড স্ক্যান করার পদ্ধতি হল :
হোম স্কিনে পেমেন্ট বা ক্যাশ আউট বাটনে ক্লিক করুন।
২. QR কোড স্ক্যান বাটনে ক্লিক করুন।
৩. মার্চেন্ট বা এজেন্টের QR কোড স্ক্যান করুন।
৪. মুহুর্তের মধ্যেই মার্চেন্ট বা এজেন্টের নাম ও নাম্বার অ্যাপ স্কিনে চলে আসবে।
এরপর টাকা ও বিকাড পিন নাম্বার দিন। তারপর ট্যাপ অ্যান্ড হোল্ড বাটনে ক্লিক করে ধরে রাখু লেনদেন সম্পন্ন হবে।
ভয়েস অ্যাসিস্ট্যান্স আপনাকে বলে দিবে কিভাবে লেনদেন করতে হবে। বাংলা বা ইংরেজী যেকোন ভাষায় ফিচার ব্যাবহার করা জায়। বিকাস মেন্যু থেকে আপনি এই ভিচারটি চালু বা বন্দ করতে পারবেন।
অ্যাপ টির অসুবিধা বা সতর্কতা
বিকাস অ্যাপে ব্যাবহারে যা করবেন না।
- বিকাস অ্যাপ লগ আউট না করে আপনার ফোন কোথাও ফেলে যাবেন না এবং আপনার ফোন টি অন্য কারো হাতে দিবেন না।
- নিরাপত্তার স্বার্থে আপনার বিকাস একাউন্টের পিন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না।
- ক্যাশ আউট বা পেমেন্ট করে থাকলে এজেন্ট বা মার্চেন্ট কে কোন অতিরিক্ত টাকা দিবেন না।
- প্রতারক যদি কোন আইন প্রয়োগকারি সংস্থা বা নিয়ন্রক সংস্থা এবং বিকাস কর্মকর্তা সেজে কোন নির্দেশ অনুসরন করতে বলে কিংবা অ্যাপ আপডেট করার কথা বলে আপনাকে ফাদে ফেলতে পারে।
বিকাস অ্যাপ ব্যাবহারে যা করনীয়!
গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে বিকাস অ্যাপ কোন নতুন ভার্সন রিলিজ হলে তা আপডেট করুন।
ট্যাপ অ্যান্ড হোল্ড লেনদেন নিশ্চিত করার আগে পুনরায় লেনদেনের তথ্য যাচাই করুন।
আপনার ফোনটি হারিয়ে গেলে সাথে সাথেই কল করুন বিকাস হেল্পলাইনে ১৬২৪৭ এই নাম্বারে।
রিকুয়েস্ট মানি সেবার ক্ষেত্রে সব সময় যিনি রেকুয়েস্ট করেছেন তার সাথে ফোনে কথা বলে নিশ্চিত হয়ে তারপর লেনদেন করুন।
কিভাবে অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করবেন :
হোম বাটনে থেকে ট্যাপ ফর ব্যালেন্স বাটনে ট্যাপ করে আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। এই ব্যালেন্স ২ সেকেন্ড এর মধ্যে চলে যাবে যাতে অন্য দেখার সুযোগ না পায়।
Comments
Post a Comment