(PC) ফেসবুকের সব Friend request এক ক্লিকে Accept করুন


আসসালামু আলাইকুম! আপনারা সবাই কেমন আছেন ? আসা করি আপনারা সবাই ভাল আছেন ।
দেখা যায় আমাদের প্রচুর পরিমান ফ্রেন্ড রেকুয়েস্ট আসে , এই ফেন্ড রেকুয়েস্ট অ্যাড করতে অনেক সময়ের প্রয়োজন ।আমি আজ আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে সব ফ্রেন্ড রিকুয়েস্ট এক ক্লিক করে অ্যাড করতে পারবেন। আসা করি আপনাদের অনেক ভাল লাগবে ।


স্টেপ ১। আপনার কম্পিউটার গুগলক্রোম ব্রাউজার ওপেন করুন।
#ফেসবুকে লগ ইন করুন


#ব্রাউজার এর  setting এর অপশন ক্লিক করুন তারপর more tools <> Extension ক্লিক করুন।


স্টেপ ২। Extension সার্চ বক্সে লিখুন toolkit for facebook সার্চ করুন


স্কিনসর্ট এর মত টুলস টি এড করুন


স্টেপ ৩। ব্রাউজারের ডানের উপরের কর্ণারের টুলস টি লগো তে ক্লিক করুন।

স্টেপ ৪। তারপর টুলস টি ওপেন হবে।
ওখানে accept /reject all friend request at once ক্লিক করুন।



স্টেপ৫। accept all / reject all একটা ওপশন আসবে যদি accept করতে চাইলে accept all ক্লিক করুন। cancel করতে চাইলে reject all ক্লিক করুন।





ভাল লাগলে  গ্রুপে Join করুন

Comments

Popular Posts

নতুন ফেসবুক আইডিতে অটো Friend Request আনবেন। কোন রকম টুলস ছাড়া।

What is HTML?

how to convert image to text