আসসালামু আলাইকুম।
আসা করি আপনারা সবাই ভাল আছেন । আমিও আল্লাহ রহমতে অনেক ভাল আছি । আমি আজ আপনার সামনে ২ টা ওয়েবসাইট এর সাথে পরিচয় করে দিব । আমদের এই ছোট জীবনে শেখার কোন শেষ নাই। আমরা যদি কোন কাজ শিখতে চাই আমদের ট্রেনিং সেন্টারে হাজার হাজার টাকা দিয়ে শিখতে হয় । যেমন আমরা ওয়েবডিজাইন শেখতে অনেকেই চাই তা আমরা টাকার অভাবে করতে পারি না । তাই আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজে নিজেই ওয়েব্সাইট ডিজাইন এবং ওয়েব্সাইট তৈরি করতে পারেন । আপনি এই ওয়েবসাইটের সাহায্যে ওয়েব ডিজাইন এবং ওয়েব্সাইট তৈরি করতে পারবেন । আসলে এই ওয়েবসাইট টি আমার কাছে অনেক ভাল লাগছে তাই আপনাদের সামনে তুলে দরলাম । আসা করি আপনাদেরও ভাল লাগবে ।
চলেন শুরু করা যাক ।
১। www.w3schools.com আপনারা হইতো এই সাইটের কথা অনেকেই জানেন । তারপর আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কারন আপনি সাইটের সাহায্যে ওয়েব্সাইট বেসিক গুলো খুব সহজে প্রেক্টিস করতে পারবেন । HTML থেকে শুরু করে আপনি CSS, Javascript , JQuery ,PHP, Bootstarp , একডম শুন্য থেকে আপনি শিখতে পারবেন ।
১। www.trainingwithliveproject.com এই ও্যেবসাইটের কথা না বললেই নয় । কারন এই সাইটের অয়াডমিন হলেন বাংলাদেশি । আমরা সাইটের প্রতিটা প্রজেক্ট একডম বাংলা ভাষায় স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আকারে দেখানো হইছে । আপনি এই সাইটের সাহায্যে ওয়েব্সাইট, ওয়েব্সাইট তৈরি, অ্যান্ড্র্যড অ্যাপ তৈরি করা শিখতে পারবেন । আরো অনেক কিছু ।
Comments
Post a Comment