What Is IBanking By Islami Bank Bangladesh

  • ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড- এ আই-ব্যাংকিং ফিচারটি এখন অত্যন্ত জনপ্রিয়। এর মাধ্যমে অনলাইনে বসেই আপনার এ্যাকান্টে লগ-ইন করার মাধ্যমে ব্যালেন্স দেখা থেখে শুরু করে টাকা পাঠানো, মোবাইল ও মডেম রিচার্জ সহ নানা ধরণের কাজ করতে পারবেন।

  •  ব্যাংকিং এখন যখন তখনঃ 
ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মাধ্যমে কর্মস্থলে, বাসায় বা চলার পঠে খুবই সহজ। নিরাপত ও দ্রুত সেরে নিয়া যাবে আপনার ব্যাংকিং চাহিদার প্রায় সব টুকুই। দিনরাত  ২৪ ঘন্টায় আপনার হাতের লাগালে।  


  • ঝুকিমুক্ত ব্যাংকিং সেবাঃ
Two factors authentication (login password & One time Key) এর মাধ্যমে বিশ্বের যে কোন স্থানে থেকে ২৪ ঘন্টা ঝুকিমুক্ত ব্যাংকিং ।
নতুন ডিভাইস থেকে লগ ইন এর ক্ষেত্রে One Time Key এর মাধ্যমে Authentication চাওয়া ।


  • একাউন্ট ব্যালেন্স/স্টেট্মেন্ট/ক্লিয়ারিং
একাউন্ট ব্যালেন্স ও স্টেট্মেন্ট চেক করতে পারবেন।
ক্লিয়ারিং সংক্রান্ত যাবতিয় তথ্য পাবেন। 


  • বৈদেশিক স্থানান্তরঃ
বৈদেশিক লেন্দেন বিবরণী পাবেন।
বিল ক্রয়ের বিবরণী পাবেন।
FC বিল গ্রহনের বিবরণী।
FC বিল Negotition এর বিবরণী।
Foreign TT পরিশোধের বিবরনী।

  • টাকা স্থানান্তরঃ
ইসলামী একাউন্টের যে কোন একাউন্টে তাৎক্ষণিক টাকা স্থনান্তর।
অন্য ব্যাংকের একাউন্টে BEFTN এর মাধ্যমে স্থানান্তর।

  • ইসলামী ব্যংকের যে কোন একাউন্টের টাকা স্থানান্তরে শর্ত ও চার্জঃ
দৈনিক সর্বোচ্চ ৫০০০০০ এবং সর্বোচ্চ ১০ বার।
চার্জ টাকা ০.২৫ হাজার
সরনিম্ন চার্জ ৫ টাকা
সর্বোচ্চ চার্জ ১০০ টাকা

  • মোবাইল রিচার্জ একডম ফ্রি।

  • ই-কমার্স এর মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয়, মার্চেন্ট পেমেন্ট ও ট্রেনের টিকেট ক্রয়।
  • স্কুল ফিস পেমেন্ট।

  • অন্যান্য সুবিধাঃ
চেক রিকুইজিশন
ইনভেস্টমেন্ট একাউন্ট স্টেটমেন।
হিসাবে Stop Payment নির্দেশনা।
হিসাবে No Withdrawal নির্দেশনা।
বিনিয়োগ হিউসাবে স্টেটমেন্ট।

Comments

Popular Posts

নতুন ফেসবুক আইডিতে অটো Friend Request আনবেন। কোন রকম টুলস ছাড়া।

(PC) ফেসবুকের সব Friend request এক ক্লিকে Accept করুন

What is HTML?

how to convert image to text